প্রতীকী ছবি

কখন রাখবেন শাওয়ালের ছয় রোজা

এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। চলছে শাওয়াল মাস। এ শাওয়াল মাসে রাখতে হয় আরও ছয়টি রোজা।

সৈয়দ শুভ্র
লেখক
প্রকাশিত: ২১ জুন ২০১৮, ১০:৫৩ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২৩:১৬
প্রকাশিত: ২১ জুন ২০১৮, ১০:৫৩ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২৩:১৬


প্রতীকী ছবি

(প্রিয়.কম) এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। চলছে শাওয়াল মাস। এ শাওয়াল মাসে রাখতে হয় আরও ছয়টি রোজা। এ রোজাকে বলা হয় সাক্ষী রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল এবং এ রোজার পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল।’ [সহিহ মুসলিম (১১৬৪)]

রমজান মাসের সব রোজা রাখার পর শাওয়াল মাসে ছয়টি রোজা রেখে অামরা সারা বছর রোজা পালনের সওয়াব পেতে পারি ৷ তবে এখানে শর্ত হলো, রমজানের সব রোজা রাখতে হবে ৷ যদি কোনো কারণে কোনো রোজা বাদ পড়ে তবে তা কাজা করে নিতে হবে আগে ৷

আরও পড়ুন: শাওয়ালের ছয় রোজা : কখন, কীভাবে রাখবেন?

শাওয়ালের ছয় রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে এমন নয়, বরং সুযোগ-সুবিধামতো ভেঙে ভেঙে এ রোজা রাখা যায় ৷ তবে কেউ চাইলে ধারাবাহিকভাবে এ রোজা রাখতে পারবে ৷ শাওয়ালের এ রোজা নফল হওয়ায় এ রোজার নিয়ত অন্যান্য নফল রোজার নিয়তের মতোই ৷ মুখে নিয়ত বা নির্দিষ্ট কোনো নিয়ত পাঠ জরুরি নয় ৷

প্রিয় লাইফ/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...